সারাদেশের বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র উদ্যেগে ১০ দফা দাবিতে পটিয়ায় মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্দরা। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পটিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাবি করে বলেন, আজ সারাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধি’র কারণে সাধারন মানুষ বিপাকে রয়েছে। কাজ, মজুরি, জমি অধিকার, ইনসাফ চাই। মানুষের মত বাঁচতে চাই। গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করা, রেশনিং ব্যবস্থা চালু করা, গরিব মানুষ বাঁচাও, ষাট বছর হলেও মজুরদের বিনা সঞ্চয়ে পেনশন চালুসহ দিনদিন দেশে বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ করতে ভ্রাম্যমান অভিযান পরিচালনার দাবি জানান তারা।
সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ^াসের সভাপতিত্বে ও প্রবীর দাশ পূজনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অমৃত বড়–য়া, দক্ষিণ জেলার আহবায়ক মো: জসিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক সমিতি’র সহ-সভাপতি পুলক কুমার দাশ, দক্ষিণ জেলা কৃষক সমিতি’র সাধারন সম্পাদক শওকত আলী, কৃষক নেতা সুকোমল দে, সংস্কৃতি কর্মী মোহাম্মদ আলী, এনামুল হক মঞ্জু, শিক্ষক শহিদুল ইসলাম, জোছনা আকতার খানম, শ্যামল দে, খালেদা বেগম প্রমুখ।