আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পটিয়ায় যুবদল নেতা বাদশা গ্রেপ্তার

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    পটিয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে পটিয়া উপজেলা উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার রফিক আহম্মদের পুত্র।
    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ১৮ ডিসেম্বর বিনানীহারা এলাকার ইউপি সদস্য ফজলুল কাদের শাহ মালেকিয়া দরবার শরীফ এলাকায় যান। এদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ কর্মসূচি সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্ধশতাধিক দুষ্কৃতিকারী। এ সময় তারা যানবাহন ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পথে ফজলুল কাদের চৌধুরীকে পেলে তাকে আওয়ামী লীগের লোক বলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি বাদীয় হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নাশকতার মামলার আসামি দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব