আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    পটিয়ায় নিবার্চনী মাঠে ৮ প্রার্থী প্রচারণায় ব্যস্ত: দিচ্ছেন নানান প্রতিশ্রুতি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারনার দ্বিতীয় দিন মঙ্গলবার গণসংযোগে প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রার্থীদের ব্যানার ও পোষ্টার ওঠেছে। এলাকায় এলাকায় শুরু হয়েছে মাইকিং। এবারের নির্বাচন কেমন হবে তা নিয়ে পাড়া-মহল্লার চায়ের চলছে প্রার্থীর পক্ষে-বিপক্ষে আলোচনা। ভোটযুদ্ধে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৮ জন লড়তে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, একই কমিটির সদস্য ও পটিয়ার তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক নুরুচ্ছফা সরকার (লাঙ্গল),ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন (মোমবাতি),বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মাওলানা ছৈয়দ মো. জয়নাল আবেদীন জেহাদী (ডাব), তৃণমূল বিএনপির প্রার্থী রাজীব চৌধুরী (সোনালী আশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের(বিএনএন) এয়াকুব আলী। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় প্রচার প্রচারনা চালাতে পারিবেন।
    প্রচারনার দ্বিতীয় দিন মঙ্গলবার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে পরে তিনি এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ.ম.ম.টিপু সুলতান চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, জুলকারনাইন চৌধুরী জীবন, শাহদাত হোসেন ফরিদ, মুহাম্মদ ছৈয়দ, এমএ রহিম, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, এডভোকেট এম হোসাইন রানা, কাজী মো. মোরশেদ, আবু সাদাত মো. সায়েম, মহিউদ্দিন মহি, আবদুল কাদের, গিয়াস উদ্দিন সাব্বির।
    একই দিন দুপুরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি সামশুল হক চৌধুরী পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি ওই ইউনিয়নের বাণীগ্রাম, চাপড়া, কান্তিরহাট এলাকায় গণসংযোগ করে ঈগল প্রতীকের জন্য ভোট চান। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উন্নয়ন সমন্বয়কারী দেবব্রত দাশ দেবু, নাছির উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, আবু ছালেহ চৌধুরী, কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রচারনাকালে প্রার্থী হেন্ডবিল বিতরণ করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব