
আগামী ২৮শে অক্টোবর দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী কেইপিজেড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগমন উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা চট্টগ্রাম কক্সবাজার প্রদিক্ষণ করেন নেতৃবৃন্দরা। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পটিয়া উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বাসস্টেশন এলাকায় শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম বদি।
মিছিল শেষে সমাবেশ পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ডি. এম জমির উদ্দিন সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নোমান সরওয়ার দুলাল, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নজরুল ইসলাম, হাসান শরীফ, আবু ছৈয়দ লালু, সুজন বড়ুয়া, রিটন বড়ুয়া, মোঃ মামুন উদ্দিন, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, আবদুল আউয়াল, আনোয়ার হোসেন, আবু তৈয়ব, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আবদুল করিম, মাসুদুল ইসলাম, মোঃ বাবলু, মোঃ মাহাবুব, মোঃ রুবেল, মোঃ রহিম, মোঃ রাসেল, টিপু বিশ্বাস, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছৈয়দ নুর, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, জোবায়েদ হোসেন, মো: জাহেদ প্রমুখ।