পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বাথুয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারী) স্কুল হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি ও দক্ষিণ জেলা আ’লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক সম্ভুনাথ চক্রবর্তী পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, উপজেলা আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সোস্যল কো অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান জহিরুল ইসলাম রাজু, পৌরসভা আ’লীগ নেতা মহিউদ্দিন আল কাদেরী বাবু, আশিয়া ২নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক মহিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইকবাল হোসেন প্রমুখ। বাথুয়া শেখ রাসেল মোমোরিয়্যাল সমাজ কল্যান সংস্থা’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আগে দশ গ্রাম ঘুরেও একজন শিক্ষিত মানুষ পাওয়া যেত না। এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে। সাধারণ শিক্ষার পাশাপাশি এখন মাদ্রাসা শিক্ষায়ও একটা আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের শুধু প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহবান জানান।