জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাউল মোজাহেরের বাউল সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া শরৎ উৎসবে একে একে পরিবেশিত হয় শরতের গান, দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, গিটার বাদন, তবলার লহরা, ঢোল-ঢাক বাদন, বাহারি পোষাকে শরৎ সহ শিল্পের প্রায় সবকটি অনুষঙ্গ। পূর্বা’র উপদেষ্টা পরিষদ সদস্য খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় শরৎ উৎসবের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, পূর্বা’র উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা আন্দকিল্লার সম্পাদক কবি নুরুল আবসার, প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববিতা বড়ুয়া। উৎসবের বিভিন্ন পর্বে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পূর্বা’র সাধারণ সম্পাদক শ্রাবণী ভট্টাচার্য্য, পুস্পিতা ভট্টাচার্য, জয়তু শর্মা, কর্নিয়া বড়ুয়া, সাজিদ সিদ্দিকী, সান রজার ম্রং, কুশল চৌধুরী, অজয় দাশ, উর্মি দেব প্রমুখ। কথামালা পর্বে অতিথিরা বলেন আমাদের উত্তর প্রজন্মকে শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে হবে। এজন্য প্রয়োজন ব্যাপক ভিত্তিক সাংস্কৃতিক জাগরণ।