
বাংলাদেশের আমদানি রপ্তানির সবচাইতে বড় খাত, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার সরকার নিয়ম বহির্ভূতভাবে সৌদি আরবের কোম্পানি (আরএসজিটিআই) কে প্রদান করায় জোরালো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষে সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার।
নেতৃদ্বয় সরকারের একতরফা নির্বাচনী কৌশল সফল করার অংশ হিসেবে বিদেশিদের হাতে দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ হাব চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ায় অসম চুক্তি বাতিলের আহবান জানান। বন্দর জনগণের সম্পত্তি এটি কোন সরকার নিজের স্বার্থে বিদেশিদের হাতে তুলে দিতে পারেনা। চট্টগ্রাম তথা বাংলাদেশের জনগণ এই চুক্তি মেনে নিবে না। চট্টগ্রাম বন্দরের কর্মচারী, ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক, লেশিং-আনলেডিং শ্রমিক, সিএন্ডএফ কর্মচারী সহ শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষায় এই চুক্তি আগামী ২২ বছর নয় একদিন ও বিদেশিরা চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করতে পারবে না। চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা সুশৃংখলভাবে আইন মেনে দ্বায়িত্ব পালন করা সত্ত্বওে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ মহল থেকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ছাড়াও বন্দরের অন্যান্য জেটি সমূহ বিদেশিদের দিয়ে পরিচালনার ঘোষণা, ষড়যন্ত্র ও তৎপরতা চলছে তার বিরুদ্ধে নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের স্বার্থে এই অশুভ তৎপরতা বন্ধের আহবান জানান। নেতৃবৃন্দ বলেন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার এই অবৈধ গণবিরোধী চুক্তি বাতিল না করলে শ্রমিক-কর্মচারী ও জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে এই অবৈধ গনবিরোধী চুক্তি বাতিলে বাধ্য করা হবে, চট্টগ্রামের জনগণ অবৈধ অনির্বাচিত সরকারের দেশবিরোধী চুক্তি কখনো মেনে নিবে না, নেতৃদ্বয় শ্রমিক-কর্মচারী ও আপামর জনতাকে এই অবৈধ, দেশবিরোধী চুক্তি বাতিলের সংগ্রামে শরিক হওয়ার আহবান জানান।