সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, পটিয়াকে দূর্নীতিমুক্ত করতে এবং স্মার্ট পটিয়া নির্মাণ করতে হলে শেখ হাসিনার মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, পটিয়ার দুর্নীতিবাজ ও পরিবারতন্ত্র স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দাতা সামশুল হককে জনগণ প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা ওয়ার্ড আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজিএম নাছির , বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম এ রহিম, সাবেক চেয়ারম্যান আহমদ নুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক নুর খান মাষ্টার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরজু, জসিম উদ্দিন, কাসেম বিন রাসেল, সাইফুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিশু কিশোর মেলার সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস, শফিউল বশর মেম্বার, ফারজানা মিতু ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জসিম কমান্ডার, সাধারণ সম্পাদক মনছুর আলম, আবু সৈয়দ লালু, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম উদ্দীন, মোহাম্মদ নাছির মিয়া, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শহীদ হোসেন, মোহাম্মদ ফারুক, নজরুল ইসলাম খোকন, শেখ মনির, জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, সাইদ ইস্কান্দর ইমন, মোহাম্মদ জুয়েল, কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগর ভারপ্রাপ্ত সভাপতি রিহান ফেরদৌস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা জিসান, পারভেজ, জয়নাল, ইমন প্রমূখ।