
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু সম্প্রতি চট্টগ্রামের চাঁন্দগাও থানা এলাকায় দুদকের সাবেক ডিডি এস. এম. শহিদুল্লাহর পরিবারের সাথে বাসভবনে সাক্ষাত করেন। উল্লেখ্য, শহিদুল্লাহর বিরুদ্ধে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এর সূত্র ধরে ৪ অক্টোবর মিথ্যা ও বানোয়াট মামলার আমাসী বানিয়ে দুদকের সাবেক ডিডি এস. এম. শহিদুল্লাহকে সাদা পোশাকে এসে সিএনজি করে থানায় নিয়ে যাওয়া হয়। থানার নিয়ে যাওয়ার আধা ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে এস. এম. শহিদুল্লাহর মৃত্যু হয়। এদিকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু নিহত এস. এম. শহিদুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত শহিদুল্লাহর এই নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনী ও সন্ত্রাসীদের বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। তাছাড়া শোকাহত পরিবারের প্রতি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম.এ. হাশেম রাজু সবসময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।