দুঃস্থ অসহায় পরিবারে পাশে থেকে জনসেবায় ভূমিকা রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সংরক্ষিত (১৬,২০,৩২) নারী কাউন্সিল রুমকি সেন গুপ্তা। এর ধারাবাহিকতায় নগরীর ১৬ নং ওয়ার্ডের চকবাজারস্থ কাপাসগোলা রোডে ১৭ নভেম্বর (শুক্রবার) নবাব হোটেলের ৩য় তলায় বসবাস কারী সন্তোষ নন্দী (রতন) কে মানবতার কল্যানে হিসেবে হুইল চেয়ার প্রদান করা হয়।
জানা যায়, সন্তোষ নন্দী (রতন) প্রবাসে হার্ট ষ্টোক করে পঙ্গুত্ব বরণ করে।পরিবারের ৪ সদস্যের মধ্যে তিনি একমাত্র উপার্জনকারী হলেও রয়েছে ১০ বছরের এক ছেলে সন্তান ও ২০ বছরের একমাত্র বিবাহিত কন্যা। গত ০১/১১/২২ তারিখে পরিবারে কথা চিন্তা করে দুবাইর উদ্দেশ্যে রওনা দিলে ৮ মাসের মাথায় ষ্টোক করেন। পরবর্তীতে দুবাইয়ের কর্মস্থলের মালিক পক্ষ তাহার চিৎকিসার কিছুটা দ্বায়িত্ব নিলে ০১/১১/২৩ তারিখে দেশে ফেরত পাঠালেও কোন প্রকার আর্থিক সহযোগিতা করেন নাই। এই অবস্থায় তার পরিবারে এমন দূরাবস্থার কথা জানতে পেরে তৎক্ষনাৎ ছুটে যান মহিলা কাউন্সিলর রুমকী সেনগুপ্তা এবং নিজ তহবিল থেকে একটি হুইল চেয়ার প্রদান করে তিনি বলেন, ‘সমাজের বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে সন্তোষ নন্দী আগের জিবনে ফিরে আসতে পারবে। তিনি ০১৮৪৪৫৮৮৪৭১ বিকাশ নাম্বারে সকলের সহযোগিতা কামনা করে পাশে থাকার আশা প্রকাশ করেছেন। এছাড়াও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি খন্দকার হেলাল নিজ তহবিল থেকে ৫ হাজার টাকা চেক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়েছেন। এসময়ে উপস্থিত ছিলেন, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ ( বিদুৎ) এর কর্মকর্তা উজ্জ্বল পাল চৌধুরী, বাগীশিক চকবাজার থানা সংসদের সিনিয়র সহ-সভাপতি উত্তম বিশ্বাংগিরি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ সেন। চকবাজার থানা আওয়ামী লীগের কর্মকর্তা মোঃ বাচ্চু, মানবিক চিকিৎসক ও সংগঠক ডাঃ রাজীব বিশ্বাস প্রমুখ।