আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    তরুণরাই এদেশের গণতন্ত্র এগিয়ে নিবে – ড. মো. সাজ্জাদ হোসেন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসের ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ” আমরা বীরের জাতি, যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, কোন বিদেশী রাষ্ট্রের হুকুমে বাংলাদেশ চলে না। এদেশের তরুণরা একদিন পাকিস্থানের মত পরাশক্তিকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল,এই তরুণরাই দেশী বিদেশী সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে উন্নতির শিখরে পৌছে দিয়েছেন, সেখান থেকে পেছনে আসা যাবে না। এজন্য সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র আবশ্যক। তরুণ রাই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিবে”। তিনি মঙ্গলবার পটিয়া সরকারি কলেজ মিলনায়তনেএডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ” সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের উৎসব ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম সেলিম উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান ,পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন কুমার রায়, চুয়েটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, মোসলেহ উদ্দীন মনসুর, জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দীন,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুণুর রশীদ, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব,মওলানা এস এম মিছবাউল হক, সাংবাদিক নয়ন শর্মা, বাংলাদেশের আন্তর্জাতিক যুব প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইনতিসার ফাহিম, শাহেদ খান, জিহান প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব