ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে পটিয়ার সন্তান জয়নাল আবেদীন। ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগের সহ-সভাপতি পদ পেয়েছেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার কৃতি সন্তান মুহাম্মদ জয়নাল আবেদীন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিন একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি ঘোষণা করেন , কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
জয়নালের পরিবার সাথে যোগাযোগ করা হলে,তাঁর মা ছকিনা খাতুন বলেন,আমার পরিবার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় আমি খুবই আনন্দিত ও আবেগাপ্লুত।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা,
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পদ পাওয়ার বিষয় জয়নাল আবেদীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তাঁর পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আগামীর তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।