আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ঢাকার কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্বোধন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter
    সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার কাকরাইলে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শান্তিনগর বাজার রোডস্থ ‘ভাই ভাই হেয়ার ড্রেসার’ সেলুনে এর উদ্বোধন করেন অভিনেতা, নাট্যকার, নাট্য নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজক দীল মোহাম্মদ দিলু। এ সময় সেলুনের কারিগর মোহাম্মদ সেলিমের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
    অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিনুল হক আমীন, সেলুনের কারিগর মোহাম্মদ আলম, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।
    অনুষ্ঠানে দীল মোহাম্মদ দিলু বলেন, ‘আমাদের অতি প্রয়োজনীয় কাজ সারতে আমরা সেলুনে আসি। ছোট-বড়, শিশু এমনকি মহিলাদের জন্যও অনেক সেলুন আছে। দেখা যায়, সেলুনে এসে আমাদের অনেক সময় বসে থাকতে হয়। এ সময় আমরা কি করব? বসে থাকব নাকি মোবাইল দেখে চোখ নষ্ট করব নাকি বাইর থেকে ঘুরে এসে আবার বসব? তার চেয়ে ভাল হয় যদি সেলুনে বই থাকে। প্রত্যেকটা সেলুনে গল্পের বই, উপন্যাস, কবিতার বই থাকলে মানুষ পড়লে ভাল লাগবে। সেলুনে বই থাকলে সময় নষ্ট হবে না, বরঞ্চ উপকার হবে।’
    উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব