ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে গিয়ে জনতার হাতে গণপিটুনি খেয়ে গ্রেফতার হলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য এম এ মারুফ।
(১০ নভেম্বর) রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।পল্টন থানার ওসি মোল্লা মো: খালিদ হোসেন ও আটক মারুফের মামাতো ভাই কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মির্জা মাহবুব বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আটক এমএ মারুফ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মির্জা বাড়ির মৃত কবির আহমদের ছেলে। তিনি কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।
সূত্র মতে, এম এ মারুফ সহ বেশ কয়েক জনের একটি দল আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে কর্ণফুলী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা।
ঘটনাস্থল থেকে এম এ মারুফ ছাড়াও কবিরসহ আরও দুই জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন উচ্ছুক জনতা।
উল্লেখ্য: আজ সকাল থেকে শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তান জিরো পয়েন্টে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল ছাত্রজনতা। একই স্থানে বিকাল ৩টায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে।