রিপোর্টার্সদের দক্ষতা বৃদ্ধি ও ভালমানের অনুসন্ধানী রিপোর্ট তৈরি সহায়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে চট্টগ্রাম রিপোটার্স ফোরাম সিআরএফ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় সি প্লাস কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম রিপোটার্স ফোরাম কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় । সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিউর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় আগামী ডিসেম্বরের মধ্যে তিন ইভেন্ট বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। যার মধ্যে রয়েছে সংগঠনের সদস্যদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন এবং একটি ওয়েব সাইট তৈরি। এই বিষয়ে কাজী আবুল মনসুর বলেন, সিআরএফ এর অধিকাংশ সদস্য তরুণ । তারুণরাই নতুনের বিজয় পাতাকা উড়াতে সব সময় অগ্রগন্য ভূমিকা পালন করেছে। সিআরএফ এর ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না। নিয়মিত কার্যকর অনুষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হলে সংগঠন এগিয়ে যাবে সেই সাথে পেশার দক্ষতা বৃদ্ধি পাবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদৌস, সহ সভাপতি আলমগীর অপু, অর্থ সম্পাদক আইয়ুব আলী, আন্তর্জাতিক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন সাগর, প্রচার ও প্রকাশণা সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য জুবায়ের সিদ্দিকী, শাহ আজম ও আলী আহমেদ শাহীন প্রমুখ।