আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ রবিবার ║ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে চন্দনাইশে মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরামের স্মারকলিপি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রামের চন্দনাইশে মাধ্যমিক বিদ‍্যালয় ও মাদ্রাসা প্রধানদের বিধিবহির্ভুত ও মর্যাদা হানিকরভাবে বিদ‍্যালয়ে কর্তব‍্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি প্রদর্শন করে পদত‍্যাগ পত্রে স্বাক্ষর গ্রহণের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন চন্দনাইশ মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদানকৃত স্মারকলিপিতে ফোরামের নেতৃবৃন্দ জানান, চলমান পরিস্থিতিতে চন্দনাইশের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগনকে বিধিবহির্ভুত ও মর্যাদা হানিকরভাবে কর্তব্যরত অবস্থায় মানষিক নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পদত‍্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হচ্ছে। পাশাপাশি একশ্রেণীর লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ব‍্যবহার করে কোমলমতি ছাত্রদের বিভিন্নভাবে উস্কানি দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কথা স্মারকলিপিতে উল্লেখ করে ৪ টি দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। দাবিগুলো হলো, ১.শিক্ষা প্রতিষ্টান সমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব‍্যবস্থা জোরদার করণ,২.জোরপূর্বক প্রতিষ্ঠান প্রধানদের পদত‍্যাগ প্রতিহত করণ,৩.সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ এবং ৪.এসব কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব