
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। দেশকে সমৃদ্ধির বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে তিনি সফল রাষ্ট্রনায়কের খ্যাতি অর্জন করেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা। জিয়াউর রহমানের মতো সৎ দেশ প্রেমিক আজ খুবই প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিন তিনবার দেশকে পথ দেখিয়েছেন, জাগিয়েছেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। যিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং যার হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতি শুরু হয়েছিলো। আজকে তার মতো মহান নেতা বাংলাদেশের জন্য অপরিহার্য।
তিনি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী ও লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ রোববার (১৯ জানুয়ারী), বাদ আসর নগরীর এ, কে খান মাহমুদ খাঁ জামে মসজিদে পাহাড়তলী, খুলশী ও আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, বিএনপি নেতা আব্দুর রহিম সজল, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পী, নগর যুবদলের সাবেক সম্পাদক গাজী ফারুক, সহ সম্পাদক হোসেন উজ জামান, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সাবেক সদস্য আফসার উদ-দোলা অপু, আজিজ চৌধুরী, আব্দুল করিম, থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, ইউনুছ মুন্না, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, খালেদ সাইফুল্লাহ, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, বাদশা আলমগীর, থানা যুবদল নেতা দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ নেজাম, লিও সাজ্জাদ হোসেন ইভান, মুনসুর আহমেদ মোহন, রাসেল করিম রিপন, নুর আলম, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, দস্তগীর হোসেন রিয়াদ, জালাল আহমেদ বিনু, এইচ এম অভি, মোহাম্মদ নেজাম উদ্দীন, মো. মোর্শেদ, শহিদুল ইসলাম টিটু, মোহাম্মদ কাউছার, মোহাম্মদ সালেক, ইব্রাহীম খলিল সবুজ, মোহাম্মদ জাহেদ, মো. টিটু, মো. রুবেল, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ বাপ্পী, মো.কামাল, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সোহেল, ইব্রাহিম ইবু, মোহাম্মদ ইয়াছিনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল হালিম।