শপথ নেয়ার পর মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রামে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা মো. আজিজ আহমেদ জানান, ৫ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন।
ডা. শাহাদাতের ব্যাক্তিগত সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) জানান, সকাল ৭টায় ট্রেন যোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন চসিক মেয়র ও নগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন এবং বেলা ১২টায় চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা।
১২ টায় পুরাতন রেল স্টেশনে তিনি দলের নেতাকর্মী ও সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপর হযরত আমানত শাহ (রা.) ও হযরত বদর শাহ (রা.) মাজারে গিয়ে জিয়ারত করবেন। এরপর তিনি লালদীঘি পাড় সংলগ্ন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে চসিকের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর তিনি টাইগারপাস চসিক কার্যালয়ে ভবনে যাবেন, সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। একইদিন বিকেলে তিনি পশ্চিম বাকলিয়া ডিসি রোড ফালাহ গাজী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে বাবার কবর জেয়ারত করে বাসায় ফিরবেন।