চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হোসনে আরা বেগমের মৃত্যুেতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি সর্বশেষ ঢাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইইডিসিআর’র পরিচালকের দায়িত্ব থেকে অবসর নেন।
প্রবীন এই চিকিৎসকের মৃত্যুেতে চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু তাহের মরহুমের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খবরটি পড়েছেন : ২০ ৭৩