আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবি উপাচার্যের দেওয়া শুভেচ্ছা বিজ্ঞাপনের ব্যয়ের খাত জানতে চেয়েছে ইউজিসি

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উপাচার্যের নবনিযুক্ত পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে চারকালারে ছাপা বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হয়েছে এবং কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা জানতে চেয়েছে ইউজিসি।

    পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো.গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী-কে The Daily Star, The Daily Sun. The Business Standard, The Daily Observer, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চারকালার বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

    এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা হতে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে জারিকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব