আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবির ২৫৬ শিক্ষার্থী পেল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে বিশেষ গবেষণা অনুদান ” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ” পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভগের ২৫৬ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এ তথ্য প্রকাশ করেন।

    এটি বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা অনুদানগুলোর একটি। পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। মনোনীত সবাই গবেষণার জন্য ৫৪০০০ টাকা করে বরাদ্দ পাবেন। এটি শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রসঙ্গত, বরাবরের মত রসায়ন বিভাগ থেকে এবছরও সর্বোচ্চ ৩২ জন মনোনীত হয়েছেন। বিগত অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ টি বিভাগের ২১৫ জন শিক্ষার্থী এই ফেলোশিপটি পেয়েছিলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব