নিরাপদ ও পরিস্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মানের লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন করেছে চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারটি পরিস্কার করেন তারা।
এ সময়ে চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আমান উদ্দীন, মোশারেফ হোসেন ফাহাদ, রাসেল, মাহফুয, মাহিন, আমান, জোবায়ের, শিশির, মাহবুব, জামিল, মিজবাহ, মুস্তাফিজ, হুমায়ন, সাব্বির, শাওন, দিদার, রেদোয়ান, নাইম এবং নাহিনসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।
পরিস্কার-পরিচ্ছন্ন শেষে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, নৈসর্গিক সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সারাদেশে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ আদর্শ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। আমরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রতিনিয়ত পরিচ্ছন্ন রাখবো এবং সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানাবো তারা স্বীয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকবেন।