চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ৯ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক শূন্য পদের বিপরীতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সাহেদ হোসেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: রবিউল ইসলাম।
সোমবার (২৭ অক্টোবর, ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের অডিটোরিয়ামে দুপুর ২টায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী, বর্তমান কমিটির সভাপতি এস.এ.রহমান।
এছাড়াও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমিতির কার্যনির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম ভূঁইয়া (শামীম), এসোসিয়েশনের সাবেক
সভাপতি মো: সাহেদ, সাধারণ সম্পাদক ইরতেজা ইকবাল রাহিম, সহ-সভাপতি মো: শামসুল আলম,বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মো: মুজাহিদুল ইসলাম, মো: জুয়েল রানা, আহমেদ জুনায়েদ।
নির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাহেদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
এসোসিয়েশন এর বর্তমান সভাপতি এস.এ.রহমান বলেন, দীর্ঘদিন এই দুটি পদ শূন্য ছিল। এসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। আশাকরি এসোসিয়েশনের সার্বিক কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সদস্যদের সেবায় তারা কাজ করার মাধ্যমে নির্বাচনী অঙ্গিকার পূরণ করবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো:সাহেদ হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় যেসব ইশতেহার সবার সামনে উপস্থাপন করেছি, ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে সেসব ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম বলেন, আমার চেষ্টা থাকবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।