আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে সকল ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থী দ্বারা অপর এক শিক্ষার্থীর উপর সকল ধরনের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোন শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল প্রকার র‍্যাগিং, বুলিং ও ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোন শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযত প্রমাণ সাপেক্ষে কোন ধরণের র‍্যাগিং, বুলিং ও ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব

    সর্বশেষ খবর