আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে বহিরাগতদের বাইক আটক, জরিমানা

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে অভিযান চালিয়ে ৮ টি বাইক আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে হাটহাজারী থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় যেসব বাইকের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নেই এ ধরনের বাইকের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের আওতায় মামলা ও জরিমানা করা হয়েছে।

    এ বিষয়ে সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন বলেন, ক্যাম্পাসে প্রতিদিন অনেক বহিরাগত বাইক প্রবেশ করে এদের মধ্যে অনেকেই উচ্চ গতিতে বাইক চালাই এতে করে আমাদের শিক্ষক – শিক্ষার্থীদের সমস্যা তৈরি হচ্ছে। আবার মাদক কারবারি ও ছিনতাই এর মতো ঘটনাও ঘটছে। যার ফলে আজকে ক্যাম্পাসের চারটি পয়েন্টে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করা দরকার বর্তমান প্রশাসন তাই করবে।

    হাটহাজারী থানার এস আই শামসুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বাইকারদের যাতায়াত রয়েছে। এদের অধিকাংশ গাড়ির লাইসেন্স থাকে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আবাসিক ক্যাম্পাস। এখানে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আজ ক্যাম্পাসে অভিযান চালিয়ে ৮ টি বাইক আটক করেছি। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য আমরা এই অভিযান অব্যাহত রাখবো।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব