আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে নেত্রকোনা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি)নেত্রকোনা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করা হয়েছে।

    শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩.০০ টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

    উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ও এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাদেকা তামান্না নিপা,এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও চবি ল্যাবরেটরি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শরিফুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয় এবং আরও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

    ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া বলেন,এই এসোসিয়েশনটি অনেকদিন যাবৎ একটু নির্জিব অবস্থায় ছিল এবং এসোসিয়েশন এর কোন ফান্ডও ছিলনা, সদস্যরাও খুব বেশি আসতে আগ্রহ প্রকাশ করতোনা, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের উপস্থিতি বাড়াতে। এর জন্য অনেক ব্যক্তির কাছে,অনেক প্রতিষ্ঠানের কাছে আমরা গিয়ে ফান্ড কালেক্ট করার চেষ্টা করেছি।ভর্তি পরীক্ষা,বৃক্ষরোপণ,নবীনবরণ,চড়ুইভাতি,রচনা প্রতিযোগিতা,খেলাধূলা ইত্যাদি আয়োজন করে সবাইকে এসোসিয়েশন মুখী করেছি।

    এসোসিয়েশনের সভাপতি মোঃ শামীম আজাদ বলেন,আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।সবাইকে নিয়ে একসাথে শিক্ষা ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

    চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন,নআমি প্রথমেই ধন্যবাদ জানাই এই কমিটিকে।কমিটি গঠনের সময় অনেকেই বলেছিল আজাদ-মিলনের কমিটি তেমন কোন কাজ করতে পারবেনা।কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তারা কতটুকু সাংগঠনিকভাবে দক্ষ।

    চবি ল্যাবরেটরি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম বলেন,আমি অত্যন্ত আনন্দিত যে নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশন বহুদিন পর একটি সুন্দর কমিটি পেয়েছে। দীর্ঘ কয়েকবছর পর একটি ক্যালেন্ডার দেখতে পেয়ে সত্যিই আমি অভিভূত।আশা করি এভাবে ভালো ভালো উদ্যোগের মাধ্যমে একত্রে মিলিত হয়ে নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশন আরো অনেকদূর এগিয়ে যাবে।

    নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক সাদেকা তামান্না নিপা বলেন,আমি এ কমিটির কাজের প্রশংসা করি,তারা সাড়া ফেলানোর মতো কিছু চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করেছে।

    উল্লেখ্য,দীর্ঘ ৬ বছর পর ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করলো নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশন।এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃহৎ ১০ টি জেলা এসোসিয়েশনের মধ্যে অন্যতম।ভাটি অঞ্চল খ্যাত নেত্রকোণা জেলা থেকে গভীর স্বপ্ন নিয়ে প্রায় ৪০০ কি.মি. দূর হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।প্রথম বর্ষ থেকে মাস্টার্স ব্যাচ পর্যন্ত এসোসিয়েশনটির বর্তমান সদস্য ৫০০ এর অধিক।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব