চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসে প্রক্টরিয়াল দলের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচয়পত্র হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি রশিদের ফটোকপি সঙ্গে রাখতে হবে।
প্রসঙ্গত, রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এর আগে গত (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন সাবেক প্রক্টর অহিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডি।