আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চবিতে অনুষ্ঠিত হলো বিশ্ব বন্যপ্রাণী উৎসব

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বিশ্ব বন্যপ্রাণী উৎসব আয়োজিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগ ও চিটাগং ইউনিভার্সিটি বার্ড ক্লাব (সিইউবিসি) এর যৌথ উদ্যোগে।
    ‘বিশ্ব বন্যপ্রাণী উৎসব ২০২৪’ শিরোনামে ১১ মার্চ (সোমবার) চবি জীববিজ্ঞান অনুষদে এটি আয়োজিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেন ও বিশ্ব পরিব্রাজক অণু তারেক।

    প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষণায় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রাপ্ত অধ্যাপক ড. এম ফরিদ আহসান।

    উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, মানুষ ও পৃথিবীর প্রয়োজনে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কোন বিকল্প নেই। বিশেষজ্ঞ ও শিক্ষিত জনগোষ্ঠীর পাশাপাশি আপামর জনসাধারণের অংশগ্রহণে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ইকোসিস্টেম রক্ষা করা সম্ভব।

    সকাল সাড়ে দশটায় বৃক্ষরোপন ও র‍্যালি মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এই উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব