সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উৎসব-২০২৪ উদযাপিত হয়েছে।
দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে রবিবার (১৮ ফেব্রুয়ারি) চবি ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। দুপুর ১:৩০ টায় চবি উম্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক। ‘অঙ্গন’ চবি’র সভা প্রধান চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘অঙ্গন’ এর সহ-সভাপতি গৌরঙ্গ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুনামের সাথে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে পাঠ্যসূচীর অর্ন্তভূক্ত করেছে। অঙ্গনের সাংস্কৃতিক কার্যক্রম এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে; যা অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়া ‘অঙ্গন’ এর ৩৪ তম বর্ষপূর্তি উৎসব-২০২৪ উপলক্ষ্যে এ দিন পূর্বাহ্নে একটি বর্ণাঢ্য র্যালি চবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অঙ্গন এর দিনব্যাপি অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘অঙ্গন’ এর সভা প্রধান অধ্যাপক ড. নাসির উদ্দিনের রচনা ও নির্দেশনায় নাটক ‘না মরদের কাব্য’ শীর্ষক নাটক। এ ছাড়াও ছিল শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ইত্যাদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘অঙ্গন’ এর সদস্য অথৈ রহমান, সঞ্জয় কুমার, সৌরভ জাহান শুভ ও সারাহ সাদিয়া মারিয়া।