চট্টগ্রাম চন্দনাইশে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুবকদের ভূমিকায় জনসচেতনতা মূলক শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। মৎস্য কর্মকর্তা হাছান আহসানুল কবির এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হান্নান,মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এ কেম আজাদ,উপজেলা এনজিও সমিতির সভাপতি নুরুল হক,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি কমরুদ্দীন,সাধারণ সম্পাদক খালেদ রায়হান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেলসহ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের ক্ষতিকারক দিক। এটা সমাজ থেকে নির্মূলে করতে হবে। সদিচ্ছা থাকলে এটা নির্মূল করা সম্ভব। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল আন্দোলনে তরুণদের সক্রিয় করতে হবে। যাতে তরুণরা এ সব কাজে সম্পৃক্ত হতে না পারে, সেজন্য খেলাধুলা ও রচনা প্রতিযোগিতাসহ সামাজিক কাজ করা প্রয়োজন। অতিথিরা আরো বলেন,প্রকাশ্য ধুমপান করা দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যাদের সহযোগিতায় ইয়াবাসহ মাদক বিক্রি করা হয়,তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করুন। অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যাতে এসব অপরাধ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিকদের সচেতন হতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে ভাড়াটিয়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখতে হবে। তাহলে কোনো অপরাধ হলে সহজেই বের করা সম্ভব হবে।