আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চন্দনাইশে সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগমের সভাপতিত্বে এই আলোচনা সভা,র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা সামশুদ্দিন ভুঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী,ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন,প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর ( ইউআরসি) আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ট সমবায় সংগঠনের মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন,সমবায়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নয়ন বিল্পব ঘটানো সম্ভব। যদি কৃষিক্ষেত্রে সমবায়ের ভূমিকা রাখতে পারে তাহলে বঙ্গবন্ধুর সুজলা সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। তার জন্য জনগণকে সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব