
পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগান কে প্রতিপাদ্য করে চট্টগ্রামের চন্দনাইশে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (৪ নভেম্বর) সকালে থানা প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আলমগীর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে মাহমুদুর রহমান, খোরশেদুল আলম টিটু, খোরশেদ বিন ইসহাক, মোহাম্মদ সায়েম। সাংবাদিক আবিদুর রহমান মোঃ কমরুদ্দিন প্রমুখ।
এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।