আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চন্দনাইশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার নব নির্মিত অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী,সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,দোহাজারী পৌর মেয়র লোকমান হাকীম,উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম,যুগ্ম আহবায়ক এস এম মুছা তসলিম,আজিজুর রহমান আরজু,মুরিদুল আলম মুরাদ,ছাত্রলীগ নেতা মারজাদুল ইসলাম আরমান,জাহিদুর রহমান চৌধুরী,মাসুদ চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব