চট্টগ্রামের চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় এবং বাসি-পচা খাবার মজুদ করার দায়ে দুই হোটেল ও মুদির দোকানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। এসময় খাঁনহাট বাজারে ঢাকা মিষ্টি মুখের মালিক সাখাওয়াত হোসেনকে ২০ হাজার টাকা,শাহী মিষ্টি বনের মালিক মো. হারুনকে ২০ হাজার টাকা ও মের্সাস আল্লাহর দান এর মালিক আব্দুল খালেকে ৫হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এব্যাপারে তিনি বলেন,উপজেলার বিভিন্ন হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বাসি-পচা খাবার রাখার কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।