চন্দনাইশে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যে জীবন শঙ্কার কথা জানিয়েছেন এক ব্যবসায়ী। জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনও করেছেন জসিম উদ্দিন নামের ওই ব্যবসায়ী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় ফয়েজ কনভেনশন হলে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে ব্যবসায়ী জানান, ২৭ শে জানুয়ারি রাতে এলাকাবাসী চোর চোর করে চিৎকার করলে তিনিও চোর ধরতে এগিয়ে যান এবং কালভার্টের ভেতর থেকে চোর ধরেন। চোর ধরাকে কেন্দ্র করে কিশোর গ্যাং সর্দার সাব্বির এর নেতৃত্বে তাকে হামলা করে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের ৪ তারিখ চন্দনাইশ থানায় কিশোর গ্যাং এর ৫ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২ জন আসামি গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে বেরিয়ে আসে। বর্তমানে কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এ সময় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইখতেয়ার হোসেন জানান, চোর ধরা, জসিমের উপর হামলা হওয়া, প্রাণনাশের হুমকি বিষয়গুলোর প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। তদন্ত চলমান বলেও তিনি জানান।