দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতিকে লড়াই করতে চট্টগ্রাম -(কোতোয়ালি -বাকলিয়া) আসন থেকে দলীয মনোনয়নের আবেদন জমা দিয়েছেন সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই আবেদন জমা দেন।
মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেপেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘পেশাজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র কিংবা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সব মানুষের সেবার ইচ্ছেতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের মনোনয়ন চাইলাম। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন তবে চট্টগ্রাম -৯ (কোতোয়ালি – বাকলিয়া) সংসদীয় আসন ২৮৬ থেকে নৌকা প্রতিকে নির্বাচন করতে চাই। অবহেলিত মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই।
উল্লেখ্য, সাংবাদিক রিযাজ হায়দার দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। এর আগে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পুর্বকোনের প্রধান প্রতিবেদক, একুশে টিভি ও নিউজ ২৪ টেলিভিশনে নির্ভিক সাংবাদিকতায় ব্যপক খ্যাতি অর্জন করেন।