চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা।দুর্বৃত্তদের দেয়া আগুনে অফিসের একাংশ পুড়ে গেছে ব্যানার ও পোস্টার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চন্দনাইশ থানা পুলিশের টিম। এব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন নির্বাচনী পরিচালনা মিডিয়া কমিটির প্রধান জি এম শাহাদাত হোসেন মানিক। অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে মোমবাতির ব্যানার-পোষ্টার লাগানো হয়েছে। পাশাপাশি নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করার জন্য নির্মান করা হয়েছে মোমবাতির নির্বাচনী অফিস। প্রচারনার শুরু থেকে বিভিন্ন জায়গায় লাগানো ব্যানার-পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। যাহা ইতিমধ্যে চন্দনাইশ থানা লিখিত অভিযোগ দায়ের করেন সংগঠনটি। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাতবাড়ীয়া- বৈলতলী সংযোগস্থল জামতল চৌমুহনী বাজারে উদ্বোধন করা হয় মোমবাতির অফিস। উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টার পরে রাত ১টার সময় আগুন লাগিয়ে দেয় দূস্কৃতিকারীরা। এমন গহির্ত কাজ যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ভোটারের মাঝে আতম্ক সৃষ্টি হতে পারে এবং নির্বাচন কার্যক্রম ব্যাহত ও ভোটের পরিবেশ নষ্ট হতে পারে বলে মন্তব্য করেন মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ।