আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বুধবার ║ ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম-১২(পটিয়া) আসনে আ.লীগে মোতাহেরসহ ১০জনের মনোনয়ন দাখিল

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা উপজেলা ও তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পটিয়াা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, জেলা আ’লীগ সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাছির, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ।
    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এরপর ইসলামী ফ্রন্টের মাওলানা এম এ মতিন, কংগ্রেস মহাজোটর মাওলানা জয়নাল আবেদীন মনোনয়ন ফরম জমা দেন। অপরদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বর্তমান হুইপ সামশুল হক চৌধুরী এমপি (আ’লীগ স্বতন্ত্র), মো: ইলিয়াছ মিয়া (স্বতন্ত্র), এম ইয়াকুব আলী (জাতীয়তাবাদী আন্দোলন), নুরুচ্ছফা সরকার (জাতীয় পার্টি), কাজী মো: জসিম উদ্দিন (ইসলামিক ফ্রন্ট), রাজীব চৌধুরী (তর্ণমূল বিএনপি), গোলাম কিবরিয়া চৌধুরী (স্বতন্ত্র)।
    এদিকে, নৌকা প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম জমা দেয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্ঠি হয়। সকাল থেকে উপজেলা ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার তৃনমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সহসভাপতি আবদুল খালেক, মোহাম্মদ ছৈয়দ, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, মেজর জেনারেল অবঃ আলাউদ্দিন এম এ ওয়াদুদ, সত্যজিৎ দাশ রুপু, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দীন, আ’লীগ নেতা আলমগীর আলম, এমএনএ নাছির, আবুল কালাম চৌধুরী, শাহাদাত হোসেন ফরিদ, ঋষি বিশ্বাস, এমএ রহিম, ডি এম জমির উদ্দিন, প্রজ্ঞা জ্যোতি বড়–য়া লিটন, সোহেল ইমরান, সাহাব উদ্দিন, চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, ইনজামুল হক জসিম, এম এ হাশেম, শাহিনুর ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, মাহাবুবুর রহমান, এহসানুল হক, মোঃ বখতিয়ার, সরোজ কান্তি সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম খান টিপু, বিএম জসিম, সাবেক ইব্রাহিম বাচ্চু, আহমদ নুর, গাজী ইদ্রিস, কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, জেলা যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, মাঈনুদ্দিন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার, শাহ আলম, আবুল হাসনাত ফয়সাল, ফোরকান, দিদারুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, মহিলা নেত্রী সাজেদা বেগম, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবি লীগ নেতা সাইফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান তারেক, শাহরিয়ার শাহজাহান, অজয় শীল, আব্দুল হান্নানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব