আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শনিবার ║ ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে ২৫ রাউন্ড সচল কার্তুজসহ আটক-২

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ২৫টি তাজা লেডবল কার্তুজ সহ দুই জনকে আটক করা হয়েছে।
    সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক এই তথ্য নিশ্চিত করেছেন।

    সিএমপির পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপ-পুলিশ কমিশনার (উত্তর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোখলেছুর রহমানের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পঙ্কজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের তত্বাবধানে, অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে রোববার (৩১ ডিসেম্বর) বায়েজিদ বোস্তামি থানার একদল পুলিশ নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশিপ গলির মুখে হানিফের চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৫টি লাইভ/ তাজা লেডবল কার্তুজসহ ইউসুফ আহম্মেদ ও মোঃ নুরুল ইসলাম প্রঃ রানাকে আটক করেন।
    আইনগত প্রক্রিযা শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব