আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রামে সীমান্তিকের নারী ক্ষমতায়ন গোল্টস্টার সদস্যদের নিয়ে মতবিনিময়।

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সীমান্তিকের গোল্টস্টার সদস্যদের নিয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ আগষ্ট) সকালে নগরীর হোটেল এশিয়ান এসআর- এ ইউএসএআইডি ও এসএমসির অর্থায়নে পরিচালিত এমআইএসএইচডি প্রকল্প সীমান্তিক ৪টি উপজেলার গোল্টস্টার মেম্বার, দুই শতাদিক কর্মীসহ অনুষ্ঠানে অংশগ্রহন করে মাঠ পর্যায়ের কাজের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
    সীমান্তিকের ডেপুটি ম্যানেজার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির সিনিয়র ম্যানেজার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসএমসির ডিপিএম ফজলে খোদা, লিটন কুমার কুন্ডু, কাজী মারুফ আহমেদ।
    সভায় নারীর ক্ষমতায়নে গোল্টস্টার মেম্বার দের ভুমিকা ও আগামী দিনগুলোতে কিভাবে ফলপ্রসুভাবে কাজ করা যায় এবিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া অনুষ্ঠানে ডায়াবেটিস পরীক্ষা ও প্রসাব পরীক্ষার মাধ্যমে প্রেগনেন্সী টেস্ট কিভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
    এসময় জিএসএমরা তাদের অভিজ্ঞতার পাশাপাশি স্ব স্ব অনুভুতি ব্যক্ত করেন। বক্তারা জানান সীমান্তিকের গোল্টস্টার মেম্বারগন উঠান বৈঠক, খানা ভিজিট, গর্ভবতী চিহ্নিতকরণ, পরিবার পরিকল্পনা, পাঁচ বছরের নীচের বাচ্চাদের পুষ্টির আওতায় আনা,অত্যাবশ্যকীয় স্বাস্থ্য পান্য হাতের নাগাল পৌছে দেওয়া ও কাউন্সিলিংয়ের মাধ্যমে উদ্দিষ্ট জনগোষ্টীর স্বাস্থ্যগত আচরণ পরিবর্তন করতে অগ্রণী ভুমিকা পালন করেছেন

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব