চট্টগ্রাম ১১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আলহাজ্ব এম আবদুল লতিফ’র সমর্থনে কর্মীসভা করেছে নগর যুবলীগ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে, ২৯ নং মাদারবাড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আফছারের সভাপতিত্বে ও মো. শাহিন সরোয়ার, আহমেদ রহিম চৌধুরী ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায়, ২৮,২৯,৩০ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য স্থানীয় সাংসদ এম আবদুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, ৩০ নং মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুজিবুল হক পেয়ার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসতিয়াক আহমেদ সাজিত, মহানগর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাইফুদ্দিন আহম্মদ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান রাজন, ২৯ নং মাদার বাড়ি ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি নুর আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ৩০ নং ওয়ার্ড যুব সংগঠক রোকনুজ্জামান রাশেদ, ইকবাল হোসেন, যুবলীগ নেতা শান্তা হাসান, মারুফুল ইসলাম মারুফ , ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল গনি রিপনসহ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, “জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে যে সকল অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তাদের সকল চক্রান্ত মোকাবেলা করে আগামী ৭ তারিখ নির্বাচনে নৌকার বিজয় করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ১১ আসন উপহার দেওয়া হবে।”