কথিত চুরির অভিযোগ এনে পিতা পুত্র ও আত্মীয় স্বজন মিলে শহিদুল্লাহ নামের এক দারোয়ানকে পিটিয়ে হত্যা করার অপরাধে ফোরকান ও মামুন নামের ২ আসামিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার (৮ এপ্রিল) সকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। চান্দগাঁও থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতাকৃত আসামিরা হলেন, চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার মৃত মাহমুদুল হকের পুত্র মো. ফোরকান উদ্দিন (৩৭) ও পটিয়া উপজেলার বাহলি গ্রামের মৃত হাবিবুল্লাহর পুত্র মো. মামুন মিয়া।
স্থানীয় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলার এজাহার সুত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নের ধাধাইয়া গ্রামের মৃত সিরাজ আহম্মদের পুত্র মো. শহীদুল্লাহ (৩৭) চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকার ছিদ্দিক ম্যানশনের দারোয়ান ছিলেন। রোববার (৭ এপ্রিল) ভোর ৬ টার দিকে কথিত চুরির অভিযোগ এনে ছিদ্দিক ম্যানশনের মালিক মো. আবু ছিদ্দিক, তার ছেলে শাওন ও শ্যালক ফোরকান সহ অন্যান্য সহযোগী আসামিরা মারধর করে হত্যা করে। পরবর্তীতে হত্যার ঘটনাটি আড়াল করার জন্য তার নিকট আত্মীয়স্বজনদের ডেকে কৌশলে মিথ্যা বলে মৃতদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি বাঁশখালী পাঠিয়ে দেয়। গভীর রাতে ঘটনাটি জানাজানির পর চান্দগাঁও থানার একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগর এলাকায় পৃথক পৃথক সাড়াঁশি অভিযান পরিচালনা করে ২ আসামিকে আটক করে।
এই ঘটনায় ভিকটিমের বোন মরিয়ম বাদি হয়ে চান্দগাঁও থানায় (মামলা নং-১০) দায়ের করেছেন।