চট্টগ্রামে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার (১৪ অক্টোবর) জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর-এর উদ্যোগে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় শ্রমিক লীগের সাধারণ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. নুরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসিক সংগঠন, থানা এবং ওয়ার্ড-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সাদেক হোসেন, মো. বাবুল মিয়া, মো. রফিক, মো. আহসান, মো. শাহজাহান, আমির হোসেন, নুরুল কাদের, মনির হোসেন, মঈনউদ্দিন, কাঞ্চন দাশ, নেজাম উদ্দিন, মো. আবদুল আজিজ, মো. বেলাল প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬৯ সালের ১২ই অক্টোবার শ্রমিক লীগ নামক সংগঠনের জন্ম দিয়েছেন- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।