চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত ১১.৩০ টায় এনায়েত বাজার বাটালী রোড়ের বাসায় এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মো. ইদ্রিস আলী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘ওই সময় ১০০/১৫০ জন পুলিশ তার বাসার চারিদিকে ঘেরাও করে হ্যান্ড মাইকে চিৎকার করে তাকে আত্মসমর্পণের জন্য বলে। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের গ্রেফতার আতঙ্কে পরিবারের অন্য পুরুষ সদস্যরাও বাসায় থাকতে পারেন না। পুলিশ বাসায় তল্লাশি চালানোর সময় পরিবারের মহিলা সদস্যদের সাথে অশালীন ব্যবহার করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আবুল হাশেম বক্করকে মিছিলে না যাওয়ার হুমকি দেন। মিছিলে দেখলেই কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানান। অভিযান চালাতে আসা পুলিশ সদস্যরা তাদের হ্যান্ড মাইকে এসব ঘোষণা দেন।