বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু র উদ্যোগে বিক্ষোভ মিছিল রোববার (২৯ অক্টোবর) দুপুরে পোর্ট কলোনি নতুন মার্কেট থেকে শুরু হয়ে নিমতলা বিশ্ব রোড ফকির হাট ঘুরে কাস্টম হাউস মোড় হয়ে পুরাতন পোর্ট মার্কটে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকনের সভাপতিত্বে বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, শ্রমিক লীগ নেতা সৈয়দ আহমেদ বাদল,খ ম এয়াকুব, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, এফ এ চৌধুরী বাদল, সাাইফুর রহমান সোহেল, মোঃ লোকমান, ইমতিয়াজ বাবলা, জাহিদ খোকন, ফরহাদ আবদুল্লাহ,মোঃ ইসমাইল, মাকসুদুল আলম জিকু, সাজ্জাদ আলী জুয়েল, এমরান, শরীফ, সালাউদ্দীন, অর্জুন দাশ, সোহেল রানা, জিয়া উদ্দীন মু্ন্না, সাজিবুল ইসলাম সজীব, শাহজাহান খান বাপ্পা, টিপু খান, তানভীর বিন হাসান, রমজান, মোঃ হানিফ, আবু নাসের জুয়েল, আমির হোসেন জুয়েল, মনির, আলী নুর রুবেল, মাহামুদুর রহমান বাপ্পি, শাওন সরকার, নজরুল ইসলাম, জাওয়াদ আল হাসিব, শোয়েব, প্রর্ণব দাশ, রোকন উদ্দীন, মোমিনুল হক মাসুম, সোহেল, শরীফ, মাসুম, আলাউদ্দীন সোহেল, হৃদয় কুমাম দাশ, নুরুল হুদা জনি, আবিদ হাসান, জালাল উদ্দীন, মামুন, নুর শরীফ রকি, আবদুর রহিম, ,রায়হান উদ্দীন, রবিউল হোসেন, কৌশিক রায়, ওমর শরীফ, পলাশ চক্রবত্তি, সজীব কান্তি,নুর উদ্দীন রাসেল, বাপ্পি, ইসরাফিল, রেহমান রাব্বি, জয় দাশ,শাবু, রানা, ফয়সাল, গোলাম রাব্বী, মুশফিক মহিম ইসলাম, রাসহান, নেজামুল হক, ফাহিম, সোহেল, আরমান শুভ, সামি প্রমুখ।
এসময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং বিএনপি’র দেওয়া হরতালকে প্রতিহত করতে সকল নেতা-কর্মীকে মাঠে থাকার আহব্বান জানান।