মানবতার সংগঠন গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাদে মাগরিব বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টস্থ বাইতুল মামুর জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়।
নব গঠিত কমিটির সভাপতি জাফর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ নুরউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সেকান্দর মিয়া, সহ-সভাপতি জনাব মো. আবুল মনছুর সিকদার, সহ-সভাপতি মো. আবুল বশর,মোহাম্মদ সেকান্দর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসাইন,মুহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
গাউসিয়া কমিটি চবি ক্যাম্পাস শাখার সভাপতি জাফর আহমদ বলেন, গাউসিয়া কমিটি সব সময় অসহায় মানুষের পাশে ছিল। নব গঠিত সকলের সহযোগিতায় আমরা আগের চেয়ে আরও বেগমান হব। আত্মশুদ্ধির পাশাপাশি মানব সেবায় নিয়োজিত থাকতে আমরা বদ্ধপরিকর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউল করিম বাবু,সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ্,অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মো: সৈয়দ-উন-নবী, সহ-প্রচার সম্পাদক আব্দুল শুক্কুর, নির্বাহী সদস্য মো. ফরিদ মিয়া, বাবর আলী সরদার।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম, সহ অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম,ফতেপুর ৩নং এর দাওয়াতে খাইর সম্পাদক এইচ. এম মিনহাজুল আবেদীন প্রমুখ।