আজ শুক্রবার ║ ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ শুক্রবার ║ ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    খুলশী থানা ছাত্রদলের আলোচনা সভা ও কম্বল বিতরণ

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, নগরীর আমবাগান এলাকায় বিপুলসংখ্যক অসহায় শ্রমিক শ্রেণির মানুষের বসবাস। এ ছাড়াও এসব এলাকায় ভবঘুরে মানুষরাও থাকেন। শীতের তীব্রতা বাড়ছে। তাই এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করছি। আমাদের এই এলাকায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায় না। তারপরও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিবছর এমন আয়োজন চলমান থাকবে এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।

    তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলশী থানা ছাত্রদলের উদ্যোগে আজ শুক্রবার (২৪ জানুয়ারী), বিকালে নগরীর আমবাগানে আলোচনা সভা ও অসহায়, দু:স্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। তাই এ কাফেলায় শামিল হয়ে মানবতার সেবায় এগিয়ে আসুন।

    প্রধান বক্তার বক্তব্যে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, এ উদ্যোগ নি:সন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। তিনি সমাজের স্বচ্ছল মানুষদের এমন উদ্যোগে অবদান রাখার মাধ্যমে অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
    খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমুল হুদা রিংকু, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, সাবেক সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, পাহাড়তলী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাসান আল মামুন, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক আবুল কালাম, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জীবন, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, মো. হারুনুর রশিদ রাজু, মো. মিল্টন, সালাউদ্দিন মোহাম্মদ ইকবাল(রনি), জামিল হোসেন, মুছা, রবিউল হাসান আবিরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব