
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা ও প্রীতিভোজে হামলাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাকসু ভবন অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে এসে শেষ হয়। পরে প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্য প্রীতিভোজে বাধা ও হামলা চালানো হয়েছে। যার ফলে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে এর প্রভাব পড়তো এবং ছাত্রদলকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হত। আমি মনে করি, এটি দেশী-বিদেশী আওয়ামী লীগের ষড়যন্ত্রের একটি অংশ। এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় চবি প্রশাসনকে ভবিষ্যতে বড় মাশুল দিতে হবে।