আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ বৃহস্পতিবার ║ ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ:

    ক্যাব যুব গ্রুপের কর্ণফুলী উপজেলা কমিটি গঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    দেশের ছাত্র ও তরুণ সমাজের মাঝে নিরাপদ খাদ্য নিশ্চিত, নিত্যপণ্যে মূল্যের উর্ধ্বগতি রোধ, মানসম্মত শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, আর্থিক লেনদেন এবং জীবন ও জীবিকার সাথে যুক্ত অধিকার সুমহের অব্যবস্থাপনারোধসহ ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়োজিত সেচ্ছাসেবী যুব সংগঠন “ক্যাব যুব গ্রুপ কর্ণফুলী উপজেলা” কমিটি গঠিত হয়েছে। সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র আরফিন সুমন সভাপতি, সরকারি সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি ও স্নাতক এর ভর্তি প্রার্থী সিরাতুল মুনতাহা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
    বরিবার (৩ নভেম্বর) নগরীর সদরঘাটের একটি রেস্তোরায় এ উপলক্ষে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব যুব গ্রুপের চট্টগ্রাম মহানগর সভাপতি চৌধুরী আবু হানিফ নোমান, ক্যাব সদরঘাটের মোস্তফা কামাল, ক্যাব চট্টগ্রাম ডিপিও আবু হাসান আজমী প্রমুখ।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাবেদুল ইসলাম, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন তারা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান উদ্দীন তানজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আরাফাত জুয়েল, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, দপ্তর সম্পাদক জমির উদ্দীন সাইমন, সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাকিবুর মাহি, সহ-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আয়শা সিদ্দিকা, আইন সহায়তা সম্পাদক সোহরাব হোসেন সৈকত, অর্থ সম্পাদক সালাহউদ্দীন মুন্না, যুব ও মহিলা বিষয়ক সম্পাদক ডলি আকতার, সহ-যুব ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা রিনা, সদস্য জান্নাতুল ফেরদৌস জুয়েনা, আশরাফুল ইসলাম, আতিকুর রহমান, খোরশিদা তাবাসসুম বর্ষা, নাঈম উদ্দীন, সাইফাতুল জান্নাত আইমিন, সাইফ আল নাঈম, মেহেদী হাসান জয়, আফতাব আহমেদ, ইমতিয়াজ হোসেন মিরাজ, সাদিয়া জাহান সিথিী, জাহেদুল ইসলাম, মুহিবুল ইসলাম মুহিব।

    সভায় বক্তরা বলেন তরুন জনগোষ্ঠি, আজকে যারা ছাত্র ও যুব, আগামিতে তারাই পরিবার, সমাজ ও রাস্ট্রের দায়িত্ব নিবে। কিন্তু তারা যদি সমাজে চলমান অনিয়ম, ভোগান্তি, প্রতারনা ও সমস্যাগুলি সম্পর্কে সম্যক অবহিত না হয়, তাহলে পেশাগত জীবনে অথবা ব্যক্তিগত জীবনে এই সমস্যাগুলি থেকে উত্তরণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই দেশের তরুণ জনগোষ্ঠিকে দেশ ও জাতিগঠনমুলক স্বেচ্ছাসেবী সমাজ পরিবর্তন কর্মকান্ডে সম্পৃক্ত করা দরকার। তারই অংশ হিসাবে ভোক্তা অধিকার, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, মাদক ও ধুমপানের বিরোধী প্রচারনা কর্মকান্ডে তরুন সমাজকে সম্পৃক্ত করতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাব যুব গ্রুপ গঠনের উদ্যোগ নেয়া হয়।

    বক্তারা আরও বলেন, ৫ আগষ্টের আন্দোলনসহ দেশের সবকটি আন্দোলনে তরুণ সমাজ নেতৃত্ব প্রদান করলেও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তরুনদেরকে ব্যবহার করে একটি গোষ্টি নিজেদের ফায়দা হাসিলের কারনে তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে দেশে ও জাতি গঠনমুলক কাজ থেকে বিমুখ হয়ে গেছে। সেকারনে শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় এখন আর সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড চর্চা ও স্বেচ্ছাসেবী উদ্যোগ গুলি বিকশিত হচ্ছে না। যার কারনে তরুণরা বিপথগামী হচ্ছে। অন্যদিকে কর্পোরেট সংস্কৃতির আগ্রাসনে পড়াশুনা শেষ না করতেই তরুণদের নানা লোভনীয় অফার দিয়ে খন্ডকালীন চাকুরী দেয়া হলেও পরক্ষণে তার জবনিকা ঘটে। পরবর্তীতে এর সর্বশেষ পরিনতি হয় অকালে সম্ভাবনাময় অনেক জীবন অকালেই বিকশিত হতে পারছে না।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print

    সর্বাধিক পঠিত

    আমাদের ফেসবুক

    আমাদের ইউটিউব