কালাপানিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও কমিটি গঠন করার লক্ষে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।১৯ অক্টোবর সন্ধ্যায় কালাপানিয়া উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মাহফুজুর রহমান মিতা।সভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক সাইফুল ইসলাম শওকত।সভায় প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা বলেন বিএনপি, জামাতেরা বাংলাদেশের সংবিধান মানেনা, তাই সংবিধান মাফিক নির্বাচন তারা চায়না।অন্যদিকে বার বার প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে আল্টিমেটাম দিয়ে ফাঁকা বুলি ছুঁড়ে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু,কালাপানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান আরমান,সাধারণ সম্পাদক
মোহাম্মদ তাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ নেতা সাহেদ সারোয়ার শামীম। প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মোঃ আবু তালেব,আবুল কালাম আজাদ প্রমুখ।সভায় সন্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ এর নেতা আজিজুর রহমান ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাবেক যুগ্ন আহব্বায়ক আব্দুল হান্নান,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ জাকের হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবকলীগ সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মহিদুল শিকদার জিকু।
সভা শেষে স্বেচ্ছায় প্রার্থী ও কন্ঠভোটে নির্বাচিত মোঃ আবু তালেব কে সভাপতি ও আলমগীর হোসেন রক্সিকে সাধারন সম্পাদক নির্বাচিত করে আগামী ১০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।